Importing tea from BangladeshCategoriesTea Business

Tea Imports from Bangladesh

The tea industry in Bangladesh is a vital sector, both historically and economically. Tea export from Bangladesh has shown some dynamic trends, though the industry faces several challenges.

How To Import Tea From Bangladesh

Rebnal Tea offers a very cheap rate of selling tea from Bangladesh to Global Tea Buyers. we are ready to buy premium quality bulk tea from Bangladesh? See Catalog Rebnal Tea.

Import Tea From Bangladesh

Importing tea from Bangladesh involves several steps, including understanding the legal requirements, selecting a supplier, and managing logistics. Here’s a general guide on how to proceed:

1. Understand the Legal Requirements

Import Regulations: Before importing tea, check your country’s regulations on importing tea. This includes food safety standards, labeling requirements, and any restrictions or tariffs that may apply.

Documentation: Ensure you have the necessary documentation, such as a commercial invoice, packing list, bill of lading, certificate of origin, and phytosanitary certificate. These documents are crucial for customs clearance.

2. Select a Supplier

Research Suppliers: Identify reputable tea exporters in Bangladesh. You can find exporters through trade directories, online marketplaces, or by attending trade shows.

Quality Assurance: Ensure the supplier meets the required quality standards. Request samples to assess the quality before placing a large order.

Negotiation: Discuss pricing, terms of payment, and delivery schedules. Make sure to clarify whether the prices are FOB (Free on Board) or CIF (Cost, Insurance, and Freight).

3. Arrange Logistics

Shipping: Decide on the mode of transport—air or sea. Sea freight is more cost-effective for large volumes, while air freight is faster.

Customs Clearance: Hire a customs broker if you are not familiar with the customs procedures. They can assist with the paperwork and ensure compliance with regulations.

Insurance: Obtain insurance for your shipment to protect against potential losses during transit.

4. Payment

Payment Terms: Common payment methods include letters of credit (L/C), telegraphic transfer (T/T), or other mutually agreed terms. Letters of credit offer protection to both parties.

Currency Exchange: Be aware of the currency exchange rates and any fees associated with international transactions.

5. Receiving and Distribution

Inspection: Once the tea arrives, inspect the shipment to ensure it matches the agreed-upon quality and quantity.

Storage: Store the tea in appropriate conditions to preserve its quality until it is distributed or sold.

Key Features of Tea Export from Bangladesh

FeatureValue
Annual Tea ProductionApproximately 89,700 tons per year
Tea Export Revenue (2024)$3.11 Million
Global Export Ranking (2024)14th largest tea exporter globally
Main Export DestinationsUnited States, UAE, UK, Kuwait, Pakistan, Saudi Arabia, Oman, Qatar, Japan, Iraq, Iran, Russia, Italy
Growth in Export Markets (2024)Fastest-growing markets include Kuwait (237%), UAE (14%), and the United States (13.6%)
Domestic ConsumptionIncreasing rapidly, with local demand often surpassing production
Main Types of Tea ProducedBlack tea, green tea, oolong tea, white tea, and Value added Tea
following these steps, you can effectively import tea from Bangladesh and introduce it to your local market.

Why should I buy tea from Bangladesh?

Buying tea from Bangladesh offers several unique advantages that can benefit your business or personal consumption:

Distinctive Flavors

Unique Terroir: The tea-growing regions of Bangladesh, particularly Sylhet, Panchagarh, and Chattogram benefit from rich soil and favorable climatic conditions that produce teas with distinctive flavors. These teas often have a bright, brisk character, similar to those from Assam, but with unique undertones that can add variety to your tea selection.

Specialty Teas: Bangladesh is known for producing CTC Black Tea, orthodox teas, and some specialty green teas that cater to niche markets. and good sweet aroma or strong liqueur of bangladesh tea.

Cost-Effectiveness

Competitive Pricing: Tea from Bangladesh is often more competitively priced compared to teas from other major producers like India or Sri Lanka. This makes it an attractive option for buyers looking to balance quality with cost.

Sustainable and Ethical Production

Commitment to Sustainability: Many tea estates in Bangladesh are increasingly focusing on sustainable farming practices, including organic farming and fair-trade certifications. This can be appealing to consumers who are conscious of the environmental and social impact of their purchases.

Ethical Sourcing: By buying tea from Bangladesh, you can support small-scale farmers and contribute to the local economy, which is significant given the role of tea in Bangladesh’s agricultural sector.

Why should I buy tea from Bangladesh

Growing Market Presence

Rising Global Demand: Bangladeshi tea is gaining recognition in international markets, particularly in countries like the United States, UAE, and Kuwait, where exports have been growing. This indicates a rising acceptance and demand for Bangladeshi teas, which can be a good indicator of potential market success if you’re looking to resell.

Cultural and Historical Significance

Rich Heritage: Tea production in Bangladesh has a long history, with estates that have been operational for over a century. This rich heritage contributes to the depth and quality of the tea produced, making it a product of cultural significance as well as a commodity.

Market Differentiation

Less Saturated Market: Compared to teas from India or China, Bangladeshi tea is less common in many international markets. This provides an opportunity for differentiation if you are looking to offer something unique to your customers.

Quality Improvement Initiatives

Investment in Quality: The Bangladeshi government and various organizations are investing in improving tea quality through better processing techniques and cultivation practices. This ongoing improvement in quality makes Bangladeshi tea an increasingly attractive option.

In conclusion, purchasing tea from Bangladesh can provide you with unique flavors, cost advantages, ethical and sustainable options, and the opportunity to differentiate your product in a crowded market. As Bangladeshi tea continues to gain recognition globally, it presents a growing opportunity for businesses and consumers alike.

For More Information

Address

Saplabag R/A Sreemangal-3210

+ 8801713-426386

+ 880714170098

Email

rebnaltea@gmail.com

Business Hours

Mon-Sat: 10:00 AM – 8:00 PM ( 24/7 Global Buyer)

চা পাতার ব্যবসা শুরু করার আগেCategoriesচা পাতার ব্যবসা চা পাতার মার্কেট

চা পাতার ব্যবসা শুরু করার আগে

চা পাতার ব্যবসা শুরু করার আগে যা দেখতে হবে

চা পাতার ব্যবসার দিকে বর্তমানে নতুন নতুন উদ্দ্যোক্তারা ঝুকে পড়তেছে। বেশিরভাগ উদ্দ্যোক্তা বা ব্যবসায়ি চা পাতার ব্যবসা শুরু করার আগে মার্কেট রিসার্চ করে না। আবার অনেক নতুন ব্যবসায়ি ও উদ্দ্যোক্তা চা পাতার ব্যবসা শুরু করার পর মার্কেট থেকে ঝড়ে পড়ে যায়। এসবের অনেক কারন রয়েছে,  সে বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা করা হবে। লেখাটি চা ব্যবসায়িদের জন্য অনেক ভাল কিছু উপহার দিবে। আশাকরি মনোযোগ সহকারে লেখাটি পড়বেন।

চা পাতার ব্যবসা শুরু করার আগে


আপনি যদি নতুন ব্যবসা হিসেবে চা পাতার ব্যবসা বেছে নেন তাহলে আপনাকে পর্যাপ্ত পরিমানের মার্কেটিং ধারনা থাকতে হবে। এছাড়া আপনি কোন ব্রেন্ডের চা পাতার ডিলারশীপ নিয়ে মার্কেটিং করে ব্যবসা করবেন সেটাও ভালকরে জানতে হবে। এছাড়া সেসব কোম্পানি বা টি হাউজের বিএসটিআই লাইসেন্স, ট্রেডমার্ক,  টি বোর্ড লাইসেন্স আছে কিনা সে বিষয়গুলো ও মূল কাগজপত্র  দেখবেন। এছাড়াও আপনি নিজের অবস্থান দেখবেন যে_ ঐ কোম্পানি বা টি হাউজ থেকে চা পাতা ক্রয় করে বিক্রি করতে পারবেন কিনা।

আপনার এলাকা নির্বাচন করুন ও দেখুন

চা পাতার ব্যবসা শুরু করা আগে আপনি আপনার এলাকার চা স্টলগুলো পরিদর্শন করুন ও আপনি দেখুন কতগুলো চা পাতার ব্রান্ডিং রয়েছে আপনার এলাকায় এবং তারা কি দামে মার্কেট এ চা বিক্রি করতেছে। আর অবশ্যই একটি বিষয় লক্ষ করবেন তা হলো আপনার এলাকায় কোন সাইজের চা পাতা চলে। উল্ল্যেখ যে_ বিভিন্ন বিভাগ, জেলা, থানা এমনকি ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন সাইজের চা পাতা চলে তাই এটা দেখা আপনার গুরত্বপূর্ণ। চলুন টেবিল এ বিভিন্ন এলাকার চা পাতার বর্ণনার কিছু অংশ দেখি।

কোন বিভাগে কোন চা চলে

বিভাগের নাম : চায়ের গ্রেড বা প্রকার

  • রংপুর বিভাগ:  বিওপি, ওএফ ডাস্ট
  • রাজশাহী বিভাগ : সিডি ডাস্ট,  ডাস্ট
  • খুলনা বিভাগ : সিডি ডাস্ট,  আর ডি,  ডাস্ট
  • বরিশাল বিভাগ : পিডি,  জিবিওপি,  ডিএম
  • ময়মনসিং বিভাগ : পিএফ, ওএফ, জিবিওপি
  • সিলেট বিভাগ : বিওপি, জিবিওপি, পিডি
  • ঢাকা বিভাগ : বিওপি,  ডিএম, জিবিওপি, পিডি
  • চট্রগ্রাম বিভাগ : বিওপি, জিবিওপি

উপরের টেবিলে সব থেকে বেশি চা চলে এমন ধারনা দেওয়া হয়েছে। এছাড়া এগুলো টি স্টল এ চলমান চা কিন্তুুু বাসা-বাড়ি ও অফিসে অন্য চা যেমনঃ বিওপি, জিবিওপি, ওএফ, পিএফ চা ও টি ব্যাগ সব থেকে বেশি চলে।  আপনি যেহেতু হোলেট/ টি স্টল এ মার্কেটিং করবেন তাই টেবিলের গ্রেড গুলো ফলো করুন।

কোন বিভাগে কোন চা চলে

কেমন দামের চা ক্রয় করবেন

আপনি উপরে আপনার এলাকার চায়ের স্টল পরিদর্শন করুন এবং চা পাতার দাম সমপর্কে জানুন। সেটার উপর নির্ভর করে আপনি চা পাতা ক্রয় করুন। আমরা তিন রকম ক্যাটাগরিতে চা পাতা বিক্রয় করে থাকি

  • বস্তা সহকারে চা পাতা বিক্রয়
  • রেডি ব্লেড এ চা পাতা বিক্রয়
  • নিজেস্ব প্যাকেট এ চা পাতা বিক্রয়

উপরের ৩ পদ্ধতিতে আমরা আমাদের কাস্টমারের সুবিধা অনুযায়ী চা পাতা বিক্রয় করে থাকি। যেন আমাদের প্রতিটি কাস্টমার ক্রয় করতে সাচ্ছন্দ্যবোধ করে এবং বিক্রয় করতেও সাচ্ছন্দ্যবোধ করে।

বস্তা সহকারে চা পাতা বিক্রয়

আমরা বিভিন্ন বাগানের চা পাতা নিলামের মাধ্যমে ক্রয় করে তা বিক্রি করে থাকি। এর জন্য আমাদের দরকার হয় বিভাগীয় কাস্টমার,  যাহারা বস্তাসহকারে চা পাতা ক্রয় করে। এতে আমাদের দায়িত্ব ভাল বাগানের চা নির্বাচন করা এবং তা ভোক্তাদের কাছে পৌছে দেওয়া। ভোক্তারা চা পাতার বস্তা ক্রয় করে তাদের সুবিধেমত ব্লেড করে তাদের নিজেস্ব প্যাকেটে প্যাকেটজাত করে বিক্রি করে।

রেডি ব্লেন্ডের চা পাতা বিক্রয়

আমরা আমাদের কাস্টমারের সুবিধার্তে রেডি ব্লেন্ডের চা পাতা বিক্রি করি। একদিকে যেমন আমাদের কাস্টমারের রুচির মধ্যে থাকে তেমনি দামের নাগালেও থাকে। আর রেডি ব্লেডের চা পাতা আমরা বছরের সব সময় সমান কোয়ালিটি রাখার চেষ্টা করি। এর জন্য আমাদের নিজেস্ব টি টেস্টার ও ল্যাব রয়েছে। আমনা প্রতিটি রেডি ব্লেন্ডের চা ল্যাব টেস্ট করি। রেডি ব্লেন্ডের চা পাতা ক্রয় করে ভোক্তারা তাদের নিজেস্ব প্যাকেট এ প্যাকেটজাত করে বিক্রি করে।

নিজেস্ব প্যাকেটে চা পাতার ডিলার দেই

অনেকেই আমাদের থেকে আমাদের রেবনল ব্রেন্ডের চা পাতার থানা ও জেলা ভিত্তিক ডিলার নিয়ে থাকে। আমাদের ডিলার নেওয়া মানে এই নয় যে আমরা বিক্রয় প্রতিনিধি দিব,  হ্যাঁ আমরা কিছু জায়গায় প্রতিনিধি দেই যারা আমাদের জামানত দিয়ে চা পাতার ডিলার নেয়। বেশিরভাগেই আমাদের থেকে পাইকারি দামে চা পাতা ক্রয় করে নিজেই মার্কেটিং করে আয় করে থাকে। আপনিও আমাদের থেকে পাইকারি দামে চা পাতা কিনে বিক্রি করতে পারবেন_ যদি আমাদের সেই এলাকায় কেউ চা পাতা নিয়ে কাজ না করে।

কেমন দামের চা ক্রয় করবেন

চা পাতার ব্যবসায় আর কি লক্ষ করবেন

চা পাতার ব্যবসায় অনেক কিছু লক্ষ করতে হয়। আর আপনি যদি সব কিছু মনিটরিং না করেন তাহলে পিছনে পড়ার সম্ভবানা বেশি রয়েছে। সব থেকে যে বিষয়টি বেশি লক্ষ করতে হবে তা হলো আপনাকে এই ব্যবসা প্রলোভন বা কম দামে চা পাতা কিনে বেশি লাভ করা যাবে না। আপনি ফেসবুক, ইউটিউব সহ নানা ব্লগে বিভিন্ন প্রলোভনমূলক পোস্ট দেখতে পারবেন, এগুলোর দিকে আপনি নজর দিবেন না বা এর ফাঁদ এ পড়বেন না। তাহলে আপনার ঝড়ে পড়ার আশংকা ৯৫% বেশি। আপনি ভাল মানের ও ভাল দামের চা পাতা ক্রয় করে বিক্রি করতে থাকুন। এভাবেই আপনি চলতে থাকবে ও আপনার পরিবার চলবে এবং পূজিঁও নষ্ট হবে না।

চা পাতার প্রশ্ন উত্তর পর্ব


আমি চা পাতার ব্যবসা কিভাবে শুরু করব?
– আপনি ভাল মানের ও ভাল প্রতিষ্ঠান থেকে চা পাতা ক্রয় করুন। আর ভাল মানের চা ও ভাল ব্রেন্ডের চা কোথায় পাবেন তা পোস্ট পড়ে বুঝতে পেরেছে। চা পাতা সমন্ধে আরও বিস্তারিত জানতে ব্লগটি পড়ুন।

আপনাদের কাছ থেকেই কি চা কিনতে হবে?
– আসলে একদমেই না।  আপনি যেখানে সব রকমের সুবিধে পাবেন সেখান থেকেই চা পাতা ক্রয় করে ব্যবসা শুরু করুন। যেহেতু আমরাও ব্রান্ডিং করতেছি তাই আপনি আমাদের থেকেও নিতে পারেন অথবা পরামর্শ নিতেও অসুবিধে নেই।

আমি কি পারব চা পাতার ব্যবসা করতে?
– জ্বী অবশ্যই পারবেন !  যদি আপনি সব কিছু ঠিকঠাকমত গুছিয়ে তুলতে পারেন। আর কম দামের কথা চিন্তা করলে এ ব্যবসা না করাই উত্তম হবে।

শেষ কথা
আপনি চা পাতার ব্যবসা নয়,  যে কোন ব্যবসা শুরু করার আগে আপনাকে গভীর রিসোর্চ করতে হবে। আপনি যদি সঠিক রিসোর্চ না করেন তাহলে আপনি সঠিক তথ্য পাবেন না। আর আপনি আমাদের এই লেখা পড়ে যে সব রকম তথ্য পেলেন তাও ঠিক না। আপনি আরও পড়ুন বুঝুন জানুন, এরপর চা পাতার ব্যবসা শুরু করুন। আর আমাদের থেকে আরও তথ্য নিতে পারেন। সবাই ভাল থাকবেন শুভকামনা রইল।

চা পাতার পাইকারী বাজারCategoriesচা পাতার ব্যবসা চা পাতার মার্কেট

চা পাতার পাইকারী বাজার ও মার্কেট রিসোর্স

চা পাতার পাইকারী বাজার ও মার্কেট সমন্ধে আজ আপনাদের ধারনা প্রদান করব। যে বিষয়গুলো জানার পর আপনাদের চা পাতার ব্যবসা বা চা পাতার প্যাকেট ব্যবসা করার সুবিধা হবে এবং চা পাতার পাইকারি বাজার সমন্ধে একটু হলেও আইডিয়া হবে। আপনি হয়তো জানেন চায়ের রাজধানী শ্রীমঙ্গল ও সিলেট। তাই সেখানে সব থেকে বড় বাজার,  আসলে বিষয়টি মোটেই সঠিক নয়। চা উৎপাদন ও বিপনন সমপূর্ণ আলাদা। বাংলাদেশে সব থেকে বেশি চা উৎপাদন হয় মৌলভীবাজার জেলায়। আর চায়ের উৎপাদনের ২য় অবস্থানে রয়েছে পঞ্চগড় ও উত্তর অঞ্চলের জেলা ও চা উৎপাদনের ৩য় স্থানে রয়েছে চট্টগ্রাম জেলা। কিন্তুু চা বাগান চা উৎপাদন করার পর তা সরাসরি বিক্রি করতে পারে না। চা বিক্রি করার জন্য চায়ের নিলাম এ চা তুলতে হয়। সেখান থেকে বাংলাদেশ চা বোর্ড এর লাইসেন্সপ্রাপ্ত চা ব্রোকার্স এর মাধ্যমে নিলাম সমপন্ন হয়।

বাংলাদেশের চায়ের পাইকারী বাজার কোথায়

বাংলাদেশের চায়ের পাইকারি বাজার বলতে সারাদেশেই বোঝায়। চায়ের নিলামে অংশগ্রহন করে বাংলাদেশের প্রায় প্রত্যেক জেলার বিডারগন।  কিন্তুু বাংলাদেশে চায়ের নিলামকেন্দ্র ৩ টি রয়েছে। সেখানে প্রতি সপ্তাহে ও পনেরো দিন পর পর নিলাম সমপন্ন হয়। বাংলাদেশের চা নিলামকেন্দ্র সমূহ হল:

এখানে চট্টগ্রাম চা নিলাম কেন্দ্রে প্রতি বুধবার চায়ের নিলাম সমপন্ন হয় শ্রীমঙ্গল ও পঞ্চগড় চা নিলামকেন্দ্রে প্রতি মাসের প্রথম মঙ্গলবার ও বুধবার ও শেষ মঙ্গলবার ও বুধবার চায়ের নিলাম সমপন্ন হয়। বাংলাদেশে সর্বমোট এক্টিভ চা ব্রোকার্স রয়েছে ১৩ টি। তাদের মাধ্যমেই মূলত চায়ের নিলামগুলো সমপূর্ণ হয়ে থাকে।

বাংলাদেশের চায়ের পাইকারী বাজার কোথায়

চায়ের নিলামে অংশগ্রহন করে দেশের বিভিন্ন চায়ের বিডার্স, মূলত চায়ের বিডার্স হতে হলে আপনাকে বাংলাদেশ চা বোর্ড এর বিডার লাইসেন্স গ্রহন করতে হয় ও এ্যাসোসিয়েশন এর সদস্যপদ গ্রহন করতে হয়। তারপর আপনি চায়ের নিলাম এ অংশগ্রহন করতে পারবেন।

চট্টগ্রাম চায়ের পাইকারি বাজার

বাংলাদেশের সব থেকে পুরাতন চায়ের পাইকারী বাজার হচ্ছে চট্টগ্রামে। সেখানে মূলত নিলাম হাউজ হওয়ার পর পরেই শত শত ব্যবসায়ী ও উদ্দ্যোক্তা তৈরী হয়েছিল। তারা চা ব্যবসাকে ঐতিহ্যের সহিত দেখে থাকে। বর্তমানে সব ব্যবসা অনলাইনে হওয়ার কারনে তেমন আগের অবস্থানে এই চা ব্যবসা নেই। তবে কিছু কিছু ভাল ও সৎ ব্যবসায়ী তারা এই চা ব্যবসাকে ধরে রেখেছে।

শ্রীমঙ্গল চায়ের পাইকারি বাজার

আমরা জানি বাংলাদেশের সব থেকে বড় চা উৎপাদনকারী অঞ্চল হচ্ছে মৌলভীবাজার।  চা উৎপাদনের কারনে ব্যবসায় সংস্কৃতিতে শ্রীমঙ্গলে গড়ে উঠেছে পাইকারি চায়ের বাজার। তবে এখানে সরাসরি বাগানের চা বলে কেউ বিক্রি করলে সমপূর্ণ ভুল হবে। কারন নিলাম ছাড়া চা বিক্রি করা অসম্ভব ও আইননত দন্দনীয় অপরাধ। শ্রীমঙ্গলে রয়েছে শত শত পাইকারী চায়ের দোকান ও টি হাউজ। তারা দেশের বিভিন্ন অঞ্চলে চায়ের পাইকারি মূল্যে বিক্রয় করে থাকে।

পঞ্চগড় চায়ের পাইকারি বাজার

সমতলের প্রবেশদ্বার সবুজ চায়ের সমাহার শ্লোগানেই বোঝা যায় পঞ্চগড়ে রয়েছে সমতলের চা। এখানেই বিশ্বের বিভিন্ন দেশে অর্গানিক চা বিপিনবিহারী কাজি এন্ড কাজি টি এস্টেট ও গুনগতমানের টিভি এর চা উৎপাদনকারী এম এম টি এস্টেট অবস্থিত।  চায়ের ২য় উৎপাদন অঞ্চল হচ্ছে এই পঞ্চগড় সহ উত্তর অঞ্চলের সব জেলা। এখানে রয়েছে বিভিন্ন চায়ের পাইকারি মার্কেট ও দোকান। এখান থেকেও দেশের বিভিন্ন অঞ্চলে পাইকারি চা বিক্রি করে থাকে।

কোথায় থেকে চা ক্রয় করলে লাভবান হবেন

কোথায় থেকে চা ক্রয় করলে লাভবান হবেন

আসলে চা ক্রয় করলেই হবে না। পাইকারি দামে চা ক্রয় করতে গেলে আপনাকে যে কোন জায়গা থেকেই চা ক্রয় করতে পারেন। এখন সারাদেশেই রয়েছে চায়ের বিডার্স।  যারা প্রতি সপ্তাহে নিলাম থেকে চা ক্রয় করে থাকে। আপনি যে কোন বিডার্স এর থেকে চা ক্রয় করুন। মার্কেটের চাহিদা অনুযায়ী চা ক্রয় করবেন। আপনি যেখান থেকে দাম কমে ও ভাল মানের চা পাবেন সেখান থেকেই ক্রয় করুন। আপনি আমাদের থেকেও ক্রয় করতে পারেন। 

চা পাতার প্যাকেট ব্যবসাCategoriesচা পাতার ব্যবসা

চা পাতার প্যাকেট ব্যবসা

চা পাতার প্যাকেট ব্যবসা এর পদ্ধতি রয়েছে। চা পাতার প্যাকেট ব্যবসা বলতে এই নয় যে শুধুমাত্র প্যাকেট বিক্রি। চা ক্রয় করে ব্লেন্ড করে তা মোড়কজাত করে বিক্রি করাকে এই আর্টিক্যাল এর মাধ্যমে বুঝাতে চাচ্ছি। আশাকরি আপনি লেখাটি পড়লে চা পাতার প্যাকেট ব্যবসা সমন্ধে একটু ভাল ধারনা আসতে পারে।

কিভাবে চা পাতার প্যাকেট ব্যবসা শুরু করবেন

আপনি যদি চা পাতার ব্যবসায় নতুন হয়ে থাকেন তাহলে প্রথমে এই রিক্সটি না নেওয়াই উত্তম। কারন চা পাতার ব্যবসা করতে গেলে আপনাকে আগে চা সমন্ধে ভাল ধারনা ও জ্ঞান রাখতে হবে। এছাড়া আপনাকে টার্গেট লোকেশন এর মার্কেটিং চায়ের মার্কেট রিপোর্ট সমন্ধে বিশাল এ্যানালিষ্ট করতে হবে। তবে আপনি যদি ধারনা রেখে চায়ের প্যাকেট ও ব্রান্ডিং করে মার্কেট এ নামতে চান তাহলে আপনাকে স্বাগতম। এটা এক পর্যায়ের চ্যালেঞ্জ এর মত। ইতি মধ্যেই অনেক টি হাউজ ও চা কোম্পানী মার্কেট এ নেমে রয়েছে। তাই আমি বলতে চাই আপনি প্রথমে মার্কেট রিসোর্চ করুন ও কোথাও থেকে কোন ব্রান্ড এর ডিলারশীপ নিয়ে কাজ করুন। যদি মনে করেন আপনি এ ব্যবসাটি চালিয়ে যেতে পারবেন তাহলে আপনি মার্কেট এ আপনার ব্রান্ড নিয়ে আসুন তাহলে আপনি একজন সফল উদ্দ্যোক্তা হতে পারবেন। আর চায়ের ব্যবসা কোন আবেগ দিয়ে চলে না। কারন আপনি যাদের সাথে ব্যবসা করতে যাচ্ছেন তাদের স্ট্যাটাস সমন্ধে একটু ধারনা নিন ও গবেষনা করুন।

কোথায় থেকে চা কিনে প্যাকেট করবেন

চা পাতার প্যাকেট ব্যবসার সব থেকে গুরত্ব কি

চা পাতার প্যাকেট ব্যবসা এর সব থেকে গুরত্বপূর্ণ বিষয় হল চা পাতার গ্রেড ও ব্লেন্ডিং ধারনা রাখা ও মার্কেট ও কাষ্টমার অনুযায়ী চায়ের ব্লেন্ড করে বিক্রি করা। সব থেকে বড় বিষয় হচ্ছে আপনাকে মার্কেটের থেকে কম দামে ভাল কোয়ালিটির চা সাপ্লাই দেওয়া। আপনি যদি উপরের দুটি কাজ সঠিকভাবে পালন করে মার্কেটিং করেন তাহলে আপনি টিকতে পারবেন। মনে রাখবেন আপনার অজান্তেই শত শত উদ্দ্যোক্তা তৈরি হচ্ছে আবার মার্কেট থেকে ঝড়ে যাচ্ছে। তার মানে আপনার কম্পিটিটর এর সাথে তাল মিলিয়ে প্রতিদিন চলতে হবে। এছাড়া আপনার ব্রেন্ড ভ্যালু বাড়াতে ডিজিটাল মার্কেটিং করতে হবে ও নতুন নতুন অফার প্রদান করতে হবে।

চা পাতার প্যাকেট ব্যবসা শুরু করতে কি কাগজ লাগে

আপনি ধাপে ধাপে কাগজগুলো ফিলআপ করবেন ও লাইসেন্স গ্রহন করবেন। আপনাকে চা পাতার ব্যবসা করতে গেলে নিম্নের এসকল কাজ লাগবে।

  • খুচরা ও পাইকারি লাইসেন্স
  • বিডার লাইসেন্স
  • ব্লেন্ডিং লাইসেন্স
  • বিএসটিআই সার্টিফিকেট
  • ট্রেডমার্ক, ফিটনেস সার্টিফিকেট  ইত্যাদি

এই লাইসেন্সগুলো বাংলাদেশ চা বোর্ড এ আবেদন করে নিতে হয় ও বিএসটিআই অফিস থেকে নিতে হয়। এছাড়া আপনার ফয়েল প্যাকেট ডিজাইন, প্রিন্ট সিলিন্ডার ও প্যাকেট নিতে হয়। এর জন্য ঢাকায় চা পাতার প্যাকেট এর প্যাকেজিং কোন কোম্পানী থেকে করে নিতে পারেন।

কোথায় থেকে চা কিনে প্যাকেট করবেন

আপনি চায়ের অকশন মার্কেট থেকে চা নিলামের মাধ্যমে নিতে পারেন। নিলামের মাধ্যমে চা ক্রয় করতে হলে আপনাকে চা সমন্ধে খুব ভাল ধারনা রাখতে হবে। কারন এখানে লট হিসেবে চা ক্রয় করতে হবে। একটু অন্যরকম হলে আপনি বড় লোকশানে পড়ে যেতে পারেন। এবং চা কেনার আগে আপনাকে মার্কেট ও রেসুও মাথায় রেখে চা ক্রয় করতে হবে, এছাড়া প্রতি সময়ে চায়ের নিলাম বাজারদর আপ ও ডাউন হয়। আর যদি আপনি রিক্স ফ্রি হয়ে চা ক্রয় করতে চান,  তাহলে আপনাকে কোন চা বিডার্স এর সাথে সমন্বয় করে আপনার চাহিদা অনুযায়ী চা ক্রয় করতে পারেন। এতে কিছুটা হলেও ফ্রি থাকবেন,  আপনি যখন দেখবেন আপনার মার্কেট বড় হয়েছে ও চা সমন্ধে ভাল ধারনা অর্জন করতে পেরেছেন তখন আপনি চায়ের অকশন থেকে চা পাতা ক্রয় করুন। বলাবাহুল্য যে_ অনেকেই চা ব্যবসা তাদের দাদার ব্যবসা করতেছে। তাই এখানে আবেগ নিয়ে কখনো এই চা পাতার ব্যবসা হয় না ও হবেও না।

চা পাতার প্যাকেট ব্যবসার ঝুঁকি সমূহ কি

প্রত্যেক ব্যবসাতেই লাভ যেমন রয়েছে ঠিক তেমনি ঝুঁকি রয়েছে। চা পাতার ব্যবসাতেও এর ব্যতিক্রম নয়। আপনি চা পাতার ব্যবসা করতে গেলে আগে ঝুঁকি সমূহ ভালভাবে এ্যানালিষ্ট করুন। সব থেকে এই ব্যবসায় বড় ঝঁকি হচ্ছে গুনগতমান বজায় রাখা এর পর পরেই রয়েছে মার্কেট এ বড় একটা পুঁজি ফেলে রাখা। অনেকেই বলে যে বিশ থেকে ত্রিশ হাজার টাকায় মাসে অনেক টাকা ইনকাম করা যায়। আসলে এটা সমপূর্ণ ভূল ধারনা। চা পাতার ব্যবসা করতে গেলে আপনাকে অনেক পূঁজি খাটাতে হবে। এছাড়া কোয়ালিটি বজায় রেখে মার্কেটিং করতে হবে। তা নাহলে গ্রহক চা খেতে খেতেই আপনার বদনাম গাইবে ও টাকা দিবে না। বুঝেন তো এটা বাংলাদেশ।

চা পাতার প্যাকেট ব্যবসার সঠিক গাইডলাইন

চা পাতার ব্যবসা করতে হলে আপনাকে আগে চা সমন্ধে ভাল ধারনা নিতে হবে। চা ক্রয় করার সোর্চিং জানতে হবে ও যাদের থেকেই চা পাতা ক্রয় করেন না কেন তারা যেন সৎ ও যোগ্য হয় এ বিষয়ে খেয়াল রাখতে হবে। আপনাকে আস্তে আস্তে মার্কেট এ বিস্তার করতে হবে। মনে রাখবেন চা পাতা কিনতেই আপনাকে লাভ করতে হবে। চা পাতার বস্তার স্টক রাখতে হবে। ব্লেন্ডিং করার জন্য রেসিও করে নিতে হবে। আপনি এই ব্যবসায় নেমে পড়লে আরও কিছু সমস্যা ফেস করতে পারেন। ঠান্ডা মাথায় মার্কেট অনুযায়ী আপনি সেগুলো সমাধান করবেন। ইনশাআল্লাহ্ আস্তে ধিরে আপনার মার্কেট প্রসারিত হবে। প্রাথমিক অবস্থায় আপনাকে দৈনিক ২০ কেজি চা পাতা বিক্রি করার টার্গেট নিতে হবে। হয়তো প্রথম কয়েকদিন কষ্ট হবে, কিন্তুু কোয়ালিটি ঠিক থাকলে আপনি সাকসেস এর দিকে অগ্রসর হবেন।

শেষ কথা

আসলে লেখাটি পড়ে ভয়ের কিছু নেই, আমরা বাস্তব অবিজ্ঞতা থেকে আপনাদের জন্য এই আর্টিক্যালটি লিখেছি। হয়তো কিছু কথা তেতোঁ লাগতে পারে। তবে মনে রাখবেন আপনি চ্যালেন্স গ্রহন করলেন তো সাকসেসের দিকে অগ্রসর হলেন। বিশ্বে এই চা পাতার ব্যবসা মানুষেই করতেছে এটাই মাথায় রাখবেন। আপরি কেন পারবেন না এই জিদ নিয়েই শুরু করুন। আর যদি কোন পরামর্শ বা জানার ইচ্ছে পোষণ করেন তাহলে আমাদের দরজা সব সময় খোলা। পরিশেষে সবাইকে চা পাতার ব্যবসায় স্বাগতম ও দোয়া রইল।