চা পাতার ব্যবসা শুরু করার আগে যা দেখতে হবে
চা পাতার ব্যবসার দিকে বর্তমানে নতুন নতুন উদ্দ্যোক্তারা ঝুকে পড়তেছে। বেশিরভাগ উদ্দ্যোক্তা বা ব্যবসায়ি চা পাতার ব্যবসা শুরু করার আগে মার্কেট রিসার্চ করে না। আবার অনেক নতুন ব্যবসায়ি ও উদ্দ্যোক্তা চা পাতার ব্যবসা শুরু করার পর মার্কেট থেকে ঝড়ে পড়ে যায়। এসবের অনেক কারন রয়েছে, সে বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা করা হবে। লেখাটি চা ব্যবসায়িদের জন্য অনেক ভাল কিছু উপহার দিবে। আশাকরি মনোযোগ সহকারে লেখাটি পড়বেন।
চা পাতার ব্যবসা শুরু করার আগে
আপনি যদি নতুন ব্যবসা হিসেবে চা পাতার ব্যবসা বেছে নেন তাহলে আপনাকে পর্যাপ্ত পরিমানের মার্কেটিং ধারনা থাকতে হবে। এছাড়া আপনি কোন ব্রেন্ডের চা পাতার ডিলারশীপ নিয়ে মার্কেটিং করে ব্যবসা করবেন সেটাও ভালকরে জানতে হবে। এছাড়া সেসব কোম্পানি বা টি হাউজের বিএসটিআই লাইসেন্স, ট্রেডমার্ক, টি বোর্ড লাইসেন্স আছে কিনা সে বিষয়গুলো ও মূল কাগজপত্র দেখবেন। এছাড়াও আপনি নিজের অবস্থান দেখবেন যে_ ঐ কোম্পানি বা টি হাউজ থেকে চা পাতা ক্রয় করে বিক্রি করতে পারবেন কিনা।
আপনার এলাকা নির্বাচন করুন ও দেখুন
চা পাতার ব্যবসা শুরু করা আগে আপনি আপনার এলাকার চা স্টলগুলো পরিদর্শন করুন ও আপনি দেখুন কতগুলো চা পাতার ব্রান্ডিং রয়েছে আপনার এলাকায় এবং তারা কি দামে মার্কেট এ চা বিক্রি করতেছে। আর অবশ্যই একটি বিষয় লক্ষ করবেন তা হলো আপনার এলাকায় কোন সাইজের চা পাতা চলে। উল্ল্যেখ যে_ বিভিন্ন বিভাগ, জেলা, থানা এমনকি ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন সাইজের চা পাতা চলে তাই এটা দেখা আপনার গুরত্বপূর্ণ। চলুন টেবিল এ বিভিন্ন এলাকার চা পাতার বর্ণনার কিছু অংশ দেখি।
কোন বিভাগে কোন চা চলে
বিভাগের নাম : চায়ের গ্রেড বা প্রকার
- রংপুর বিভাগ: বিওপি, ওএফ ডাস্ট
- রাজশাহী বিভাগ : সিডি ডাস্ট, ডাস্ট
- খুলনা বিভাগ : সিডি ডাস্ট, আর ডি, ডাস্ট
- বরিশাল বিভাগ : পিডি, জিবিওপি, ডিএম
- ময়মনসিং বিভাগ : পিএফ, ওএফ, জিবিওপি
- সিলেট বিভাগ : বিওপি, জিবিওপি, পিডি
- ঢাকা বিভাগ : বিওপি, ডিএম, জিবিওপি, পিডি
- চট্রগ্রাম বিভাগ : বিওপি, জিবিওপি
উপরের টেবিলে সব থেকে বেশি চা চলে এমন ধারনা দেওয়া হয়েছে। এছাড়া এগুলো টি স্টল এ চলমান চা কিন্তুুু বাসা-বাড়ি ও অফিসে অন্য চা যেমনঃ বিওপি, জিবিওপি, ওএফ, পিএফ চা ও টি ব্যাগ সব থেকে বেশি চলে। আপনি যেহেতু হোলেট/ টি স্টল এ মার্কেটিং করবেন তাই টেবিলের গ্রেড গুলো ফলো করুন।
কেমন দামের চা ক্রয় করবেন
আপনি উপরে আপনার এলাকার চায়ের স্টল পরিদর্শন করুন এবং চা পাতার দাম সমপর্কে জানুন। সেটার উপর নির্ভর করে আপনি চা পাতা ক্রয় করুন। আমরা তিন রকম ক্যাটাগরিতে চা পাতা বিক্রয় করে থাকি
- বস্তা সহকারে চা পাতা বিক্রয়
- রেডি ব্লেড এ চা পাতা বিক্রয়
- নিজেস্ব প্যাকেট এ চা পাতা বিক্রয়
উপরের ৩ পদ্ধতিতে আমরা আমাদের কাস্টমারের সুবিধা অনুযায়ী চা পাতা বিক্রয় করে থাকি। যেন আমাদের প্রতিটি কাস্টমার ক্রয় করতে সাচ্ছন্দ্যবোধ করে এবং বিক্রয় করতেও সাচ্ছন্দ্যবোধ করে।
বস্তা সহকারে চা পাতা বিক্রয়
আমরা বিভিন্ন বাগানের চা পাতা নিলামের মাধ্যমে ক্রয় করে তা বিক্রি করে থাকি। এর জন্য আমাদের দরকার হয় বিভাগীয় কাস্টমার, যাহারা বস্তাসহকারে চা পাতা ক্রয় করে। এতে আমাদের দায়িত্ব ভাল বাগানের চা নির্বাচন করা এবং তা ভোক্তাদের কাছে পৌছে দেওয়া। ভোক্তারা চা পাতার বস্তা ক্রয় করে তাদের সুবিধেমত ব্লেড করে তাদের নিজেস্ব প্যাকেটে প্যাকেটজাত করে বিক্রি করে।
রেডি ব্লেন্ডের চা পাতা বিক্রয়
আমরা আমাদের কাস্টমারের সুবিধার্তে রেডি ব্লেন্ডের চা পাতা বিক্রি করি। একদিকে যেমন আমাদের কাস্টমারের রুচির মধ্যে থাকে তেমনি দামের নাগালেও থাকে। আর রেডি ব্লেডের চা পাতা আমরা বছরের সব সময় সমান কোয়ালিটি রাখার চেষ্টা করি। এর জন্য আমাদের নিজেস্ব টি টেস্টার ও ল্যাব রয়েছে। আমনা প্রতিটি রেডি ব্লেন্ডের চা ল্যাব টেস্ট করি। রেডি ব্লেন্ডের চা পাতা ক্রয় করে ভোক্তারা তাদের নিজেস্ব প্যাকেট এ প্যাকেটজাত করে বিক্রি করে।
নিজেস্ব প্যাকেটে চা পাতার ডিলার দেই
অনেকেই আমাদের থেকে আমাদের রেবনল ব্রেন্ডের চা পাতার থানা ও জেলা ভিত্তিক ডিলার নিয়ে থাকে। আমাদের ডিলার নেওয়া মানে এই নয় যে আমরা বিক্রয় প্রতিনিধি দিব, হ্যাঁ আমরা কিছু জায়গায় প্রতিনিধি দেই যারা আমাদের জামানত দিয়ে চা পাতার ডিলার নেয়। বেশিরভাগেই আমাদের থেকে পাইকারি দামে চা পাতা ক্রয় করে নিজেই মার্কেটিং করে আয় করে থাকে। আপনিও আমাদের থেকে পাইকারি দামে চা পাতা কিনে বিক্রি করতে পারবেন_ যদি আমাদের সেই এলাকায় কেউ চা পাতা নিয়ে কাজ না করে।
চা পাতার ব্যবসায় আর কি লক্ষ করবেন
চা পাতার ব্যবসায় অনেক কিছু লক্ষ করতে হয়। আর আপনি যদি সব কিছু মনিটরিং না করেন তাহলে পিছনে পড়ার সম্ভবানা বেশি রয়েছে। সব থেকে যে বিষয়টি বেশি লক্ষ করতে হবে তা হলো আপনাকে এই ব্যবসা প্রলোভন বা কম দামে চা পাতা কিনে বেশি লাভ করা যাবে না। আপনি ফেসবুক, ইউটিউব সহ নানা ব্লগে বিভিন্ন প্রলোভনমূলক পোস্ট দেখতে পারবেন, এগুলোর দিকে আপনি নজর দিবেন না বা এর ফাঁদ এ পড়বেন না। তাহলে আপনার ঝড়ে পড়ার আশংকা ৯৫% বেশি। আপনি ভাল মানের ও ভাল দামের চা পাতা ক্রয় করে বিক্রি করতে থাকুন। এভাবেই আপনি চলতে থাকবে ও আপনার পরিবার চলবে এবং পূজিঁও নষ্ট হবে না।
চা পাতার প্রশ্ন উত্তর পর্ব
আমি চা পাতার ব্যবসা কিভাবে শুরু করব?
– আপনি ভাল মানের ও ভাল প্রতিষ্ঠান থেকে চা পাতা ক্রয় করুন। আর ভাল মানের চা ও ভাল ব্রেন্ডের চা কোথায় পাবেন তা পোস্ট পড়ে বুঝতে পেরেছে। চা পাতা সমন্ধে আরও বিস্তারিত জানতে ব্লগটি পড়ুন।
আপনাদের কাছ থেকেই কি চা কিনতে হবে?
– আসলে একদমেই না। আপনি যেখানে সব রকমের সুবিধে পাবেন সেখান থেকেই চা পাতা ক্রয় করে ব্যবসা শুরু করুন। যেহেতু আমরাও ব্রান্ডিং করতেছি তাই আপনি আমাদের থেকেও নিতে পারেন অথবা পরামর্শ নিতেও অসুবিধে নেই।
আমি কি পারব চা পাতার ব্যবসা করতে?
– জ্বী অবশ্যই পারবেন ! যদি আপনি সব কিছু ঠিকঠাকমত গুছিয়ে তুলতে পারেন। আর কম দামের কথা চিন্তা করলে এ ব্যবসা না করাই উত্তম হবে।
শেষ কথা
আপনি চা পাতার ব্যবসা নয়, যে কোন ব্যবসা শুরু করার আগে আপনাকে গভীর রিসোর্চ করতে হবে। আপনি যদি সঠিক রিসোর্চ না করেন তাহলে আপনি সঠিক তথ্য পাবেন না। আর আপনি আমাদের এই লেখা পড়ে যে সব রকম তথ্য পেলেন তাও ঠিক না। আপনি আরও পড়ুন বুঝুন জানুন, এরপর চা পাতার ব্যবসা শুরু করুন। আর আমাদের থেকে আরও তথ্য নিতে পারেন। সবাই ভাল থাকবেন শুভকামনা রইল।
1 Comment
আমি আপনাদের সাথে যোগাযোগ করতে পারি